বোয়াখালীতে আচরণবিধি লঙ্ঘন করায় যুবলীগ নেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:২৪ এএম, ০৬ মার্চ ২০২৩

চট্টগ্রামের বোয়ালখালীতে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. শাহাদাত হোসেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ মার্চ) বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে শাহাদাত হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, যুবলীগ নেতা শাহাদাত হোসেন গাড়িতে উপজেলা পরিষদ উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী পোস্টার লাগিয়ে প্রচারণা চালাচ্ছিলেন।

অন্যদিকে সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মো. ইলিয়াছ নামে এক ইট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, আসন্ন উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রচারণায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী- শাহাদাত হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর সড়কের জায়গা দখল করে ইটের ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে মো. ইলিয়াছকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইকবাল হোসেন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।