মানুষের মধ্যে এখনো পুলিশ ভীতি রয়েছে : ডিএমপি কমিশনার
দেশের মানুষের মধ্যে এখনো পুলিশ ভীতি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। রোববার সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর দেয়া মাইক্রোবাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ নিয়ে ভীতির কিছু নেই, পুলিশ জনগণের জন্যই কাজ করে। আর এটা বোঝাতে কাজ করা হচ্ছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, সব অপরাধ পুলিশের একার পক্ষে দমন সম্ভব নয়। কারণ পুলিশের সীমাবদ্ধতা রয়েছে। যানবাহনের সমস্যা রয়েছে। তবে পুলিশের সহায়হায় আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে পুলিশ আরও সক্ষমতা অর্জন করবে।
ইসলামী ব্যাংক ডিএমপিকে ২টি মাইক্রোবাস উপহার দেয়ায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ডিএমপি কমিশনার। পাশাপাশি ইসলামী ব্যাংক তাদের নিজেদের কোনো সমস্যায় আইনি সহায়তায় ডিএমপি পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
জেইউ/আরএস/এমএস