কক্সবাজার পৌর নির্বাচনের প্রজ্ঞাপন জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

কক্সবাজার পৌরসভা নির্বাচনের তফসিলের পর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১২ জুন (সোমবার) কক্সবাজার পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য হয়েছে।

রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আতিয়ার রহমান সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ১২ জুন ইভিএমের মাধ্যমে কক্সবাজার পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কক্সবাজার পৌরসভা নির্বাচন পরিচালনা করার জন্য জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার ও কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, নির্বাচনে অংশ নিতে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী।

অন্যদিকে, মনোনয়ন বঞ্চিত হয়ে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ। আরও প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র সরওয়ার কামাল। এরইমধ্যে পৌরসভার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু এই নির্বাচন।

সায়ীদ আলমগীর/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।