নিজ বাড়িতে বসবাস করেন ৮১.৭ শতাংশ মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৪ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

দেশের ৮১ দশমিক ৭ শতাংশ মানুষ নিজের বাড়িতে বসবাস করেন এবং অন্য কোথাও তাদের ঘরবাড়ি নেই। সিটি করপোরেশন এলাকায় এক-পঞ্চমাংশ বা ২০ দশমিক ৪ শতাংশ মানুষ নিজের বাড়িতে বসবাস করেন। এছাড়া ৪ দশমিক ৫ শতাংশ মানুষের বসবাসের জন্য দেশের কোথাও নিজস্ব কোনো বাসগৃহ নেই।

‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ’ শীর্ষক জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালে এ জরিপ করেছে।

জরিপে দেখা গেছে, পল্লী অঞ্চলে ৯২ দশমিক ৮ শতাংশ এবং পৌরসভা/অন্যান্য শহরাঞ্চলে ৬১ দশমিক ৬ শতাংশ মানুষ নিজস্ব বাসায় বসবাস করেন। বিভাগীয় পর্যায়ের হিসাবে দেখা যায়, রাজশাহী বিভাগের বেশিরভাগ খানার সদস্যরা নিজস্ব বসতঘরে বাস করেন, এ হার ৯২ দশমিক ৫ শতাংশ। এর পরের অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। সেখানে ৯১ দশমিক ৭ শতাংশ এবং খুলনা বিভাগের ৯০ দশমিক ৪ শতাংশ খানার সদস্যরা নিজস্ব বসতবাড়িতে বাস করেন।

আরও পড়ুন>> দেশে ১০০ নারীর বিপরীতে পুরুষ ৯৮.১৩ জন

৩ দশমিক ১ শতাংশ খানার সদস্যরা যারা নিজেদের বসতঘরে বাস করেন, তাদের অন্য জায়গায়ও বাড়ি আছে। প্রতি ১০টি খানার বিপরীতে অন্তত একটি খানার সদস্যরা যারা ভাড়া বাড়িতে থাকেন, তাদের অন্য কোথাও নিজস্ব বাড়ি রয়েছে। আর ভাড়া বাড়িতে অবস্থানকারী ৩ শতাংশ খানার সদস্যদের অন্য কোথাও নিজস্ব বাসগৃহ নেই। ৪ দশমিক ৫ শতাংশ খানার সদস্যদের বসবাসের জন্য দেশের কোথাও নিজস্ব কোনো বাসগৃহ নেই। তারা সাধারণত ভাড়া বাড়ি বা বিনাভাড়ায় বাস করেন।

এমওএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।