দৌলতপুরে জমি নিয়ে বিরোধ

প্রতিপক্ষের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৪ মে ২০২৩
ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে মন্ডলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেওয়া আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মো. ফারুক মন্ডলের (২২) মৃত্যু হয়।

এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। এর আগে রোববার (৩০ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে দগ্ধ দীনি মন্ডল ও দুপুর দেড়টার দিকে আক্তার মন্ডল শেখ হাসিনা জতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। মৃত ফারুক মন্ডল দীনি মন্ডলের ছেলে।

আরও পড়ুন>> প্রতিপক্ষের আগুনে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্নে দুইজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনকে আমাদের এখানে আনা হয়। তাদের মধ্যে তাদের রোববার দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ ফারুক মন্ডলের মৃত্যু হয়েছে। তার শরীরে ৫০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন মো. সাইদুল কাজীর (৩৫) অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

নিহত আক্তার মন্ডলের ভাতিজা পারভেজ হোসাইন জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের জমির খানের নেতৃত্বে প্রায় এক/দেড়শ লোক মিলে ভুক্তভোগীদের বাড়িতে আটকে রেখে পেট্রল ও বোমা মেরে জ্বালিয়ে দেন। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করো হয়। এ ঘটনায় প্রায় ২০ জন আহত রয়েছেন বলেও জানান তিনি।

কেএজেডআইএ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।