কথা সাহিত্যিক মোশতাক আহমেদের একক বইমেলা
দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে প্রখ্যাত কথা সাহিত্যিক মোশতাক আহমেদের একক বইমেলা। বৃহস্পতিবার সকালে মোশতাক আহমেদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই মেলার উদ্বোধন করেন।
এসময় আগামী ছয় মাসের মধ্যেই দেশের প্রথম সায়েন্স ফিকশন ‘রিরি’ মুভি উপহার দিবেন বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের সায়েন্স ফিকশন জগতের অগ্রগণ্য পুরুষ মোশতাক আহমেদ।
অনিন্দ্য প্রকাশ প্রকাশনীর উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, সহকারী প্রধান শিক্ষক ও দিবা শাখার প্রধান সোহরাব হোসেন , স্কুলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি তাজুল ইসলাম মিয়াজী প্রমুখ।
প্রসঙ্গত, ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত স্থায়ী এ মেলায় থাকছে মোশতাক আহমেদের লিখিত প্রায় ৭০টি গ্রন্থ।
সুব্রত মণ্ডল/একে/পিআর