এ.বি সিদ্দিকীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার দাবি


প্রকাশিত: ০৮:২০ এএম, ১১ মার্চ ২০১৬

বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ.বি সিদ্দিকীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার  দাবি  জানিয়েছে সংগঠনটি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যেগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জামায়াত বিএনপি ও জঙ্গী সংগঠনগুলো ঐক্যবদ্ধ ভাবে এ.বি সিদ্দিকীকে টি.এন.টি ফোনে ও রাস্তাঘাটে চলাফেরায় বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
তাই সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে এ সব আসামীকে গ্রেফতার ও বিচার করতে হবে এবং এ.বি সিদ্দিকীকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

সংগঠনের সভাপতি এ.বি সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহাবুব আব্দুল্লাহ খোকন ও বিকাশ রায়, প্রচার সম্পাদক আমিনুল হক প্রমুখ।

এএস/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।