বিশেষায়িত জ্ঞানের বিকল্প নেই : স্পিকার


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১১ মার্চ ২০১৬

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বায়নের এ যুগে বিশেষায়িত জ্ঞানের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স-২০১৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

কোর্স সম্পন্নকারী ফেলোদের স্বাগত জানিয়ে স্পিকার বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি অনন্য প্রতিষ্ঠান এবং এ প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত ক্যাপস্টোন সামাজিক কোর্স দেশের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ কৌশলগত প্রশিক্ষণ কোর্স। এ প্রতিষ্ঠান থেকে জ্ঞানার্জন ও পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সৃষ্টির মাধ্যমে বেসামরিক এবং সামরিক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞান অন্বেষণ করা সম্ভব।  

এ কোর্সে নারীদের আরো বেশি সুযোগ দেয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, শিক্ষা এমন একটি বিষয় যা সারাজীবন ধরে অর্জন করতে হয়।  

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জে. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, এসবিপি, এনডিসি, পিএসসি, ফ্যাকাল্টি মেম্বরবৃন্দ, আট জন সংসদ সদস্যসহ ৩৪ জন ফেলো, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এইচএস/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।