শরীয়তপুরে মাদক বিরোধী সমাবেশ
“মানিক আলোয় দূর হোক মাদক অন্ধকার” এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর সদর উপজেলার গঙ্গানগরে মাদক বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক নির্মূল কমিটি (মানিক) এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, সাবেক সচিব আনিসুর রহমান পাহাড়, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জিএম নুরুল হক ও গঙ্গানগর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দীলিপ সিকদার প্রমুখ।
সমাবেশ বক্তারা বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা সবাই মাদককে না বলি এবং মাদককে প্রতিহত করি। মাদক নির্মূল কমিটি (মানিক) এর ছায়া তলে এসে সমাবেত হই। আজ থেকে গঙ্গানগরকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করি।
ছগির হোসেন/এআরএ/এবিএস