ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৪ মার্চ ২০১৬

কিশোরগঞ্জে নানা আয়োজনে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলনমেলা বসে শিক্ষক ও শিক্ষার্থীদের।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্ট্রি বোর্ডের সাধারণ সম্পাদক ডা. আ ন ম নওশাদ খান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুকুল, ডীন প্রফেসর মো. আরজ আলী, ডিপুটি রেজিস্টার চৌধুরী খায়রুল হাসান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ শত শত শিক্ষার্থী এ শোভাযাত্রায় অংশ নেন।

সবশেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নূর মোহাম্মদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।