রায়পুরে বিদ্যালয়ে আ.লীগ নেতার তালা


প্রকাশিত: ১২:১০ পিএম, ১৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বির্তক প্রতিযোগিতাকে কেন্দ্র করে তালা ঝুলিয়ে দিয়েছেন উত্তর চরবংশী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান ও তার অনুসারীরা।

মঙ্গলবার সকালের এ ঘটনার পর থেকে দুইদিন ধরে প্রতিষ্ঠানটির পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে চরবংশী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  সেখানে বির্তক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় প্রতিযোগিদের স্থান নির্ধারণ নিয়ে মনোমালিন্যে জড়িয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় কিছু লোকজন। এর জের ধরে মঙ্গলবার সকালে আ.লীগ নেতা মফিজুর রহমান খান ও তার অনুসারীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ সময় বিদ্যালয়ের পরিচালক আবদুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। মঙ্গলবার রাত ১১ টার দিকে ওই আ.লীগ নেতার ছেলে শরিফ তার সহযোগিদের নিয়ে আবদুল হামিদকে খাসের হাট বাজারে ধাওয়াও করেন বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয় সূত্র জানায়, প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে পাঠদান করা হয়। সেখানে ৪৭০ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত।

ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্র মো. হাছান ও ষষ্ঠ শ্রেনির কোরেসা ইয়াসমিন কাকন জানান, বিদ্যালয়ে তালা দেয়ার কারণে তাদের পড়ালেখা বন্ধ রয়েছে। শিক্ষক, শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন।

অভিভাবক মোহন হাওলাদার বলেন, বিদ্যালয়ে তালা দেয়ার অধিকার কারো নেই। শিক্ষার পরিবেশ বিনষ্ট করতে পরিকল্পিতভাবে এ সমস্য সৃষ্টি করা হয়েছে। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে আ.লীগ নেতা মফিজুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বির্তক প্রতিযোগিতার নামে কৌশলে ষড়যন্ত্র করা হয়েছে। এজন্য আমি এলাকার লোকজনকে নিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। বিষয়টি সমাধান করা হবে।

চরবংশী মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ বলেন, বিদ্যালয় গেইটে তালা দেয়ার কারণে দুই দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। আতঙ্কের কারণে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রায়পুরের হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিরাজ মিয়া বলেন, বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দেয়ার কথা শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।