পোশাক শ্রমিককে গণধর্ষণে গ্রেফতার চার


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৯ মার্চ ২০১৬

পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে এক নারী পোশাক শ্রমিককে বায়েজিদ বোস্তামি থানার চৌধুরী নগরের পাহাড়ি এলাকায় ধর্ষণ করেন ওই চারজন। গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেন। এরপর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চার ধর্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া চারজন হলেন- মো. হাসান জয় (২৫), মো. ওমর ফারুক (২৫), জোবায়ের হোসেন (২৩) ও মো. শরিফ উদ্দিন (২৩)।

জীবন মুছা/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।