তিন দেশে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৫ পিএম, ০৮ আগস্ট ২০২৩
বাঁ থেকে রেজিনা আহমেদ, জাভেদ তানভীর ও মোহাম্মদ মনিরুল ইসলাম

পর্তুগাল, লেবানন ও উজবেকিস্তানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রেজিনা আহমেদ,কে পর্তুগালের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। রেজিনা ১৩তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার। তিনি বর্তমানে পর্তুগালে কর্মরত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন।

এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খানকে লেবাননের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। বিমানবাহিনী এ কর্মকর্তা বর্তমানে লেবাননে দায়িত্বরত জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

এছাড়া ড. মোহাম্মদ মনিরুল ইসলামকে উজবেকিস্তানের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। ২০তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডার বর্তমানে উজবেকিস্তানে দায়িত্বরত মনিরুল জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন।

আইএইচআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।