কাওড়াকান্দির ফেরিতে নারীর মরদেহ উদ্ধার
মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দিতে ফেরির টয়লেট থেকে সাহিদা খাতুন (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কিংবা কোনো দুর্বৃত্তের হাতে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সাহিদা খাতুন বাগেরহাট জেলার রামপাল থানার আ. মাজেদ শেখের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে একটি যাত্রীবাহী ফেরির টয়লেটে তার মরদেহ দেখে ফেরি কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। পরে মোবাইল থেকে তার পরিচয় পাওয়া যায়।
নিহত সাহিদা খাতুনের ছেলে শেখ রিপন মোবাইলে জানান, আমি চট্রগ্রাম থাকি। আমার মা বুধবার দুপুর ৩টার দিকে চট্রগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে এসপি লাইন পরিবহনে যাত্রা শুরু করে। বুধবার গভীর রাতে পরিবহনটি কাওড়াকান্দি নৌরুটের রুহুল আমিন ফেরিতে উঠে। রাত ১২টার দিকেও তার সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তারপর কী হয়েছে বুঝতে পারছিনা।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ জানান, মৃত্যুর কারণ এখনও উদঘাটন করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাসিরুল হক/এফএ/এবিএস