৯ দাবিতে ছাত্র ঐক্যের আন্দোলন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৩

সন্ত্রাস-দখলদারত্ব মুক্ত নিরাপদ ক্যাম্পাসসহ ৯ দফা দাবিতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ঐক্য।

রোববার (১৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ছাত্র ঐক্যের মুখপাত্র সাইফ মাহমুদ জুয়েল লিখিত বক্তব্যে বলেন, সরকারের বেপরোয়া ক্ষমতা ছাত্রলীগকে সন্ত্রাসী-দখলবাজ শক্তিতে পরিনত করেছে। ছাত্রলীগের নিপীড়নের মুখে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে শিক্ষার্থীদের নিপীড়ন-নির্যাতন অতীতের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছে।

বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগের নির্যাতন নিয়ে তিনি বলেন, ফেনী নদীর পানির সুষ্ঠু বণ্টনের দাবি জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার জন্য বুয়েট শিক্ষার্থী আবারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, গেস্টরুমে নির্যাতনের বলি হয়েছেন ঢাবি শিক্ষার্থী হাফিজুর মোল্লা। ক্যাম্পাসে বিরোধীমতের শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গণরুম গেস্টরুমে নির্যাতনের পাশাপাশি গত ১৫ বছরের দীর্ঘ শাসনামলে নিপীড়নের সাংগঠনিক কাঠামোকে ক্লাসরুম নিয়ে যাওয়া হয়েছে।

এসময় তিনি কর্মসূচি হিসেবে আগামী ১৯ অক্টোবর বৃহস্পতিবার ছাত্র ঐক্যের পক্ষ থেকে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি আয়োজনের ঘোষণা দেন।

ছাত্র ঐক্যের দাবিগুলো হলো

১. শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতনবিরোধী আইন করে শিক্ষাঙ্গনগুলোকে সন্ত্রাস ও দখলমুক্ত করা।
২. শিক্ষাক্ষেত্রে জিডিপির অন্তত ৫ শতাংশ বরাদ্দ করে সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
৩. শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বেতন কাঠামোর পুনর্নির্ধারণ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতনকাঠামো নির্ধারনে বহুমুখী পদক্ষেপ গ্রহণ।
৪. সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে।
৫. গণতান্ত্রিক সংস্কারের আনদোলনরত দলগুলোর ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
৬. জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শিক্ষার্থীর সুযোগের সমতা দিতে হবে।
৭. শিক্ষার্থীদের সহজশর্তে ঋণ দিতে হবে। পড়াশোনা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
৮. সরকার যেভাবে ইতিহাসের ব্যক্তিকেন্দ্রিক বয়ান শুরু করেছে তা বন্ধ করতে হবে।
৯. সারাবিশ্বের ধ্রুপদী সাহিত্য মাতৃভাষায় রুপান্তরের জন্য জাতীয় অনুবাদ সংস্থা স্থাপন করতে হবে।

আরএ/এসটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।