জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির সঙ্গে কাজ করতে চায় জাপান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানের প্রতিনিধিদল। এসময় জলাবদ্ধতা দূরীকরণসহ নানা বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর গুলশান- ২ এ নগর ভবনের সেমিনার কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে জাপানের প্রতিনিধিদল ঢাকার জলাবদ্ধতা, বায়ু দূষণ, শব্দ দূষণ, মশক নিধন, স্বাস্থ্যখাত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে সার্বিক বিষয়ের উন্নয়ন নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ডিএনসিসি মেয়র জাপানের প্রতিনিধিদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র আতিকুল।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ৭৭ জন শিল্পীর আঁকা প্রদর্শনী ঘুরে দেখেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
এমএমএ/কেএসআর/জেআইএম