জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল পাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৩ অক্টোবর ২০২৩
ফাইল ছবি

প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় আনার পাশাপাশি দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল–২০২৩ পাস হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সংসদে বিলটি পাস হয়। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমদ বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়, এই আইনের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন হবে। বিলে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, নির্ধারিত পদ্ধতিতে প্রতিবন্ধী ব্যক্তিকে অনুদান ও ঋণ দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ ফাউন্ডেশনের কার্যাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, এ আইন পাস হলে সমাজকল্যাণ ক্ষেত্রে নীতি নির্ধারণ, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, উৎসাহ প্রদান, সহযোগিতা ও সমন্বয় সাধনের প্রয়োজনে সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য বিদ্যমান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল ও সুসংহত হবে।

আইএইচআর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।