নিউমার্কেটে বাসে আগুন, প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রলীগের বিক্ষোভ
রাজধানীর নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রলীগ৷
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাসে আগুন দেওয়ার পর এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল বের করেন কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা৷ মিছিলটি মিরপুর সড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়৷
ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, বিএনপি ও ছাত্রদল এবং তাদের অনুসারীরা এসব আগুন-সন্ত্রাস করছে। যে কোনো অপশক্তি রুখে দিতে ঢাকা কলেজ ছাত্রলীগ সবসময় মাঠে থাকবে৷
বিক্ষোভ মিছিলে ‘বিএনপির নেতারা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
এদিকে সন্ধ্যায় নিউমার্কেট, সায়েন্সল্যাব ছাড়াও যাত্রাবাড়িতে মোট ৩ টি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা৷ তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷
রোববার (৫ নভেম্বর) ভোর থেকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সারাদেশে দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি শুরু হবে। তবে শনিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীতে অন্তত চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়। সর্বশেষ রাত ১০টায় গুলিস্তান আন্ডারগ্রাউন্ড মার্কেটের সামনে আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে অগ্নিসংযোগ করা হয়।
এছাড়া রাত পৌনে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
এমএনএইচ/এমকেআর