এনবিআরে চালু হলো ‘শিশু দিবাযত্ন কেন্দ্র’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ এএম, ১০ নভেম্বর ২০২৩

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নবনির্মিত ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘শিশু দিবাযত্ন কেন্দ্র’।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে শিশু দিবাযত্ন কেন্দ্রটি উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের এক থেকে সাত বছর বয়স পর্যন্ত বয়সী শিশু সন্তানরা এ কেন্দ্রে পরিচর্যা পাবেন। এতে ২০ জন শিশুর পরিচর্যা পাবেন। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রটি।

রাজস্ব ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, সন্তানের বাবা/মায়ের অফিসকালীন নিরাপদ পরিবেশে অবস্থান নিশ্চিত করতেই এই দিবাযত্ন কেন্দ্র উদ্বোধন করা হয়। শিশু সন্তানের জন্য নিরাপদ অবস্থানের ব্যবস্থা নিশ্চিত হলে কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা, মান ও গতি ত্বরান্বিত হয়। বিশেষ করে কর্মজীবী নারী কর্মকর্তা-কর্মচারীরা কাজে অধিকতর মনোসংযোগ করতে পারেন। এতে করে দাপ্তরিক কার্যক্রম ত্বরান্বিত হয়।

এসএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।