পিরোজপুর-২

আনোয়ার হোসেন মঞ্জুর মেয়েকে কটূক্তি, শাস্তি চেয়ে সিইসির কাছে আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

আচরণবিধি ভঙ্গ করে একটি জাতীয় দৈনিকের প্রকাশক ও নৌকার প্রার্থীর কন্যাকে কটূক্তির অভিযোগ আনা হয়েছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজের বিরুদ্ধে। এই অভিযোগে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজের সমর্থক মিরাজের শাস্তি চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিইসির কাছে এই আবেদন করেন পিরোজপুর-২ আসনের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে তারিন হোসেন।

আবেদনে তিনি বলেন, ‘আমি পিরোজপুর-২ আসনের একজন ভোটার। আমার দাদা তোফাজ্জল হোসেন (মানিক মিয়া) দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা এবং বর্তমানে আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পিতা আনোয়ার হোসেন (মঞ্জু) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনে অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ধন্দিতা করছেন মহিউদ্দীন মহারাজ।’

‘অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, মহিউদ্দীন মহারাজের নির্বাচনী প্রচারণা চলাকালে গত ২৪ ডিসেম্বর এক নির্বাচনী জনসভায় তার উপস্থিতিতে তার ভাই ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ আমাকে ঘিরে অত্যন্ত আপত্তিকর, কুরুচিপূর্ণ, অশালীন, মিথ্যা, বানোয়াট, বেআইনি, মানহানিকর বক্তব্য দেন। তার ওই বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ (সর্বশেষ সংশোধিত ২০২৩) এর লঙ্ঘন।’

অভিযুক্ত মিরাজের বক্তব্যের কিছু অংশ তুলে ধরে তারিন হোসেন বলেন, ‘তার বক্তব্য বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে ফৌজদারি অপরাধও বটে। এ ধরনের অশালীন বক্তব্যের কারণে আমি আমার পরিবার, আত্মীয়-স্বজন, পিরোজপুর-২ আসনের ভোটার এবং এলাকাবাসীর কাছে হেয় প্রতিপন্ন হচ্ছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘এ ধরনের অভিযোগ নজরে এসেছে। তদন্তের জন্য সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এমওএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।