আজ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকছে ঢাকার যে সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০২৪

ঢাকার বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বিএনএস সেন্টার থেকে উত্তরার হাউজবিল্ডিং পর্যন্ত ময়মনসিংহমুখী সড়কে কার্পেটিংয়ের কাজ চলমান। এ কারণে একপাশের রাস্তা সাময়িক বন্ধ রয়েছে। সড়কের এ অংশ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার (২০ জানুয়ারী) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটির প্রকল্প ব্যবস্থাপক (নিরাপত্তা) সোরাব উদ্দিন।

তিনি বলেন, বিআরটি প্রকল্পের বিএনএস সেন্টার থেকে হাউজবিল্ডিং পর্যন্ত ময়মনসিংহমুখী সড়কে কার্পেটিংয়ের কাজ চলমান থাকায় রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এতে জনসাধারণের চলাচলে সাময়িক অসুবিধা ও ট্রাফিক জ্যাম হচ্ছে।

তিনি আরও বলেন, জনসাধারণকে উড়াল সেতু অথবা বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি। আমরা চেষ্টা করবো আমাদের প্রকৌশলী টিমের সঙ্গে কথা বলে রাত ১২টার মধ্যে সড়ক খুলে দেওয়ার জন্য।

এনএস/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।