ছাঁটাই বন্ধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

ছাঁটাই-বরখাস্ত বন্ধসহ নানা দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতারা। এসময় তারা দ্রুত গার্মেন্টস শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি৷ এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন৷

বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাই চলছে উল্লেখ করে তারা বলেন, শ্রমিক ছাঁটাই, বরখাস্ত বন্ধ করতে হবে। মালিকরা গ্রেড কারচুপির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

শ্রমিক নেতারা আরও বলেন, শ্রমিকদের জন্য কারখানাভিত্তিক রেশন ব্যবস্থা চালু করতে হবে। শ্রমিকদের নামে যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে। নিহত শ্রমিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

এনএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।