কুড়িয়ে পাওয়া শিশুকে বাবার কাছে তুলে দিলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

অপরাধ দমন প্রতিরোধের পাশাপাশি মানবিক অনেক কাজও করে পুলিশ। সোমবার (৫ ফেব্রুয়ারি) এমন এক মানবিক কাজের উদারহরণ তৈরি করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ। বিআরটিসি ফলমন্ডি এলাকা থেকে কুড়িয়ে যাওয়া ওমর ফারুক নামে এক শিশুকে তার বাবার হাতে তুলে দেয় কোতোয়ালি থানা পুলিশ।

শিশু ওমর ফারুকের বাবার নাম আবু আলম। তাদের গ্রামের বাড়ি ঢাকার উত্তরখান থানার আবদুল্লাপুর চানপাড়া গ্রামে। তারা চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় বসবাস করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক জাগো নিউজকে বলেন, রোববার রাত সাড়ে ১০টার দিকে ফলমন্ডি এলাকায় কান্নাকাটি করছিল শিশু ওমর ফারুক। তার আনুমানিক বয়স ১০ থেকে ১১ বছর। এরপর তাকে থানা এনে রাখা হয়। পরে তার অভিভাবকে খুঁজে বের করা হয়। সোমবার দুপুরে ওমর ফারুককে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।

ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।