টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গী মধুমিতা রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মো. রবিন (২৪) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন খাদিজা বেগম জানান, ‘আমার ভাই পেশায় অটোরিকশা চালক। রাতে টঙ্গী রেলগেট এলাকায় অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ওই ট্রাক এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন রবিন।

তিনি আরও জানান, তাদের বাসা টঙ্গীর মধুমিতা হাউজ বিল্ডিং এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কাজী আল আমিন/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।