পুরান ঢাকায় জুতার কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

রাজধানীর সিদ্দিকবাজারে একটি জুতার কারখানায় শর্টসার্কিট থেকে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন তোফাজ্জল হোসেন (২৪) ও বাহার উদ্দিন (২৭)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোলায়েম বলেন, আমরা জুতার কারখানায় কাজ করি। জুতার সলিউশন আঠায় জমে থাকা গ্যাস থেকে শর্টসার্কিট হয়। এরপর বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন দুজন।

তিনি জানান, তোফাজ্জল ও বাহারের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার দিঘিরপাড় গ্রামে। তোফাজ্জলের বাবার নাম লিয়াকত আলী ও বাহারের বাবার নাম মৃত শাহ মিয়া।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দগ্ধ দুই শ্রমিককে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পর্যবেক্ষণে রাখা আছে।

কাজী আল-আমিন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।