খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (২০) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

শাহাবুদ্দিন মাদারীপুরের শিবচর থানা মোল্লা কান্দি গ্রামের মো. মোতালেব হাওলাদারের ছেলে। বর্তমানে খিলক্ষেত এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবুদ্দিনের ভাই শামীম বলেন, আমার ভাই ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল। রাত ৯টার দিকে খিলক্ষেত রেললাইন দিয়ে হাঁটার সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহত শাহাবুদ্দিনের মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।