হাসপাতালে পরিকল্পনামন্ত্রী, ছিলেন না প্রথম একনেক সভায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম/ ফাইল ছবি

বর্তমান সরকারের প্রথম একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে নতুন সরকারের প্রথম একনেক সভায় নতুন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম উপস্থিত ছিলেন না। পরিকল্পনামন্ত্রী গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার।

আজকের সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ৪৫৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল বা জিওবি থেকে জোগান দেওয়া হবে ৩ হাজার ৯০৯ কোটি টাকা। এছাড়া বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৫৪ কোটি টাকা।

পরিকল্পনা সচিব জানান, অসুস্থ থাকায় পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম একনেক সভায় উপস্থিত থাকতে পারেননি। মন্ত্রী অসুস্থ থাকায় ফাইলের অনুমোদন না পাওয়ায় মূল্যস্ফীতির তথ্যও দেওয়া যায়নি।

এমওএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।