চাল মজুত: তিন প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অবৈধভাবে চাল মজুত করে রাখার অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে।

সন্ধ্যায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য জানান।

তিনি জানান, বিএসটিআই ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে চাল মজুত রাখার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেন। এরমধ্যে মেসার্স বিসমিল্লাহ এন্টার প্রাইজকে এক লাখ টাকা, মেসার্স মোরাদ ট্রেডার্সকে এক লাখ টাকা ও মেসার্স মামুন রাইস এজেন্সিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

টিটি/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।