শাহ আমানতে ৫শ কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস। তবে এসব সিগারেট উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯৫২০ ফ্লাইট থেকে এসব আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়।

শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন তালুকদার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো লাগেজ আকারে আসে। তবে লাগেজের কোনো মালিক পাওয়া যায়নি। জব্দ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।