কক্সবাজার এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, রোববার পরিদর্শনকালে সেনাপ্রধান রামু সেনানিবাসে সৈনিক ক্লাব ও সেনা পরিবার কল্যাণ সমিতি কমপ্লেক্স উদ্বোধন করেন।
এছাড়াও কক্সবাজারে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ‘জলতরঙ্গ’র বর্ধিতাংশ উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এসময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিটি/ইএ/জিকেএস