চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ গ্রেফতার ৬
চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় পুরাতন প্রলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আব্দুর রহিম (৩২), মো. জাকির হোসেন (২৬), মো. ওসমান গনি (২৪), মো. জাহিদ ইসলাম (১৫), মো. নীরব (১৬) ও মো. বিল্লু (১৫)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে পুরাতন প্রলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছোরা ও একটি হাতপাঞ্জা উদ্ধার করা হয়। আসামিদের আজ আদালতে পাঠনো হয়েছে।
এএজেড/এমআরএম/জিকেএস