ওজনে কম দেওয়ায় মাংস দোকানিকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

ওজনে কম দেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় দুই মাংস দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলীর চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী সজীব চৌধুরী ও কর্ণফুলী থানার একটি দল সহযোগিতা করেন।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী মঙ্গলবার দুপুরে ব্রিজঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মূল্য তালিকা না থাকা, ওজনে গরমিল, ত্রুটিযুক্ত বাটখারা দিয়ে মাংস বিক্রয় করার অপরাধে মো. জাবেদ ও মো. মোস্তফা নামের দুই মাংস দোকানিকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

যে কোনো অনিয়মের বিরুদ্ধে কর্ণফুলীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।