ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করছেন সাধারণ মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন সবাই।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গেট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছেন।

পলাশী মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখী জগন্নাথ হলের গেটের সামনের রাস্তায় মেটাল ডিটেক্টর বসানো হয়েছে পুরো রাস্তাজুড়ে। শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে তল্লাশির মাধ্যমে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

শ্যামলি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাফু ইয়াসমিন বলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারলে খুব ভালো লাগবে। আমরা যে মায়ের ভাষায় আজ কথা বলছি সেই ভাষা প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধা জানাতেই এসেছি।

শ্রদ্ধা জানাতে আসা সালমান শাকিল নামের এক ব্যক্তি বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজিমপুর থেকে সপরিবারে এসেছি। আমার ছোট ছেলেকেও নিয়ে এসেছি যাতে সে বুঝতে পারে আমাদের কাছে মাতৃভাষার গুরুত্ব কতটুকু।

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে পলাশী মোড় দিয়ে প্রবেশ করতে হচ্ছে। এছাড়া অন্য রাস্তাগুলো বহিগমনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

এনএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।