চট্টগ্রামে শিশুকে নির্যাতনের ঘটনায় যুবক গ্রেফতার
চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় এক শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আসকার দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহেদ উল্লাহ বিন খালেদ (৪০) চন্দনাইশের বাসিন্দা। ভুক্তভোগী শিশু এবং অভিযুক্ত ব্যক্তি একই প্রতিষ্ঠানে কাজ করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ভুক্তভোগী শিশুটি লালখান বাজার মোড়ের বিরিয়ানি এক্সপ্রেস নামে একটি রেস্তোরাঁয় ক্লিনার হিসেবে কাজ করে। গত ১২ ফেব্রুয়ারি শিশুটি রেস্তোরাঁর নিচতলায় কাজের ফাঁকে দাঁত দিয়ে নখ কাটছিল। এসময় রেস্তোরাঁর বয় জাহেদ উল্লাহ শিশুটিকে গালিগালাজ করলে সে পাল্টা জবাব দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জাহেদ উল্লাহ শিশুটির পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে তাকে নির্যাতন করেন।
এ ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত জাহেদ ঘটনার পর পালিয়ে যান। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়, যোগ করেন ওসি শেখ নেয়ামত উল্লাহ।
এএজেড/কেএসআর/জেআইএম