একুশের প্রভাতফেরীতে ভাষাশহীদদের শ্রদ্ধা ডুফার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৪

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ বন্ধু সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে ডুফার প্রজন্মবিষয়ক স্ট্যান্ডিং কমিটির নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ডুফার সভাপতি সুজন মাহমুদ, সাধারণ সম্পাদক গাজী শেখ ফরিদ আহমেদ, অর্থ সম্পাদক কে এম মনজুর-ই-আলম বিপু, প্রজন্মবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক আশরাফ-উল-আলম, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুব কায়সার, ঢাবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটুসহ নির্বাহী কমিটির সদস্য, ডুফার সাধারণ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

ডুফার সমন্বয়ক আশরাফ-উল-আলম জানান, ভাষার মাস ফেব্রুয়ারি। বিশ্বে সাত সহস্রাধিক ভাষা থাকলেও মাতৃভাষার জন্য কোনো জাতিকে রক্ত দিতে হয়নি। সে কারণেই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। ভাষাশহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভাষা এবং একুশে ফেব্রুয়ারি প্রতিটি বাংলাভাষী জনগোষ্ঠীর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। পাশাপাশি আমরা শিশুদের প্রমিত বাংলা উচ্চারণ এবং ব্যবহারের জন্য আরও বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছি।

ডুফা প্রজন্ম ফারহান (১৩) তার অনুভূতি প্রকাশ করতে বলে, একুশে ফেব্রুয়ারি এলেই এতদিন স্কুলে শহীদ মিনারের ছবি আঁকতাম। কিন্তু কখনই শহীদ মিনারে আসা হয়নি। আজকের বিশেষ দিনে বাবার সঙ্গে শহীদ মিনারে প্রভাতফেরীতে ফুল দিতে এসে অনেক ভালো লাগছে। বিশেষ করে সাদা-কালো পোশাক পরে এবং শহীদ মিনারের বেদীতে খালি পায়ে উঠে বিশেষ সম্মাননা দেখানোর বিষয়টি আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে।

ডুফা ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের সবগুলোর ব্যাচের একটি বন্ধু সংগঠন। এই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে প্রায় দুই হাজার সক্রিয় সদস্য রয়েছেন। নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সামাজিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে ডুফা।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।