গ্রাহক হয়রানি

ডিএনসিসির অঞ্চল-৪ কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অঞ্চল-৪ (মিরপুর) কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন ট্রেড লাইসেন্স দেওয়া এবং ট্রেড লাইসেন্স নবায়নে গ্রাহক হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুস দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করে দুদকের একটি এনফোর্সমেন্ট ইউনিট। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অভিযানের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।

অভিযানে জানা যায়, এনফোর্সমেন্ট টিম ওই কার্যালয়ের লাইসেন্স শাখায় সেবাগ্রহীতার ছদ্মবেশে অবস্থান নিয়ে দালালের উপস্থিতি লক্ষ্য করে। দুইজন ব্যক্তিকে দালাল হিসেবে সন্দেহ হলে এনফোর্সমেন্ট টিমের জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এর দালাল দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৯২ ধারা অনুযায়ী সাজা দেওয়া হয়। দুদক এনফোর্সমেন্ট ইউনিট বৃহস্পতিবার দু’টি অভিযান পরিচালনা করেছে। এছাড়া চারটি দপ্তরে চিঠি পাঠিয়েছে।

এসএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।