চট্টগ্রামে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামে একটি বহুতল ভবনের চতুর্থ তলা থেকে পড়ে তাহমিনা ইকবাল আরশি (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় চাঁনমারি রোডের সিরাজ টাওয়ারে এ ঘটনা ঘটে।
তাহমিনা ইকবাল আরশির বাড়ি নন্দন কানন এলাকায়। তার বাবার নাম ইকবাল উদ্দিন। তার স্বামীর নাম মো. আকরাম খাঁন। তিনি কুমিল্লার একটি পোশাক কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা ভূঁইয়া জানান, লালখান বাজার এলাকা থেকে গুরুতর অবস্থায় এক গৃহবধূকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ্ জানান, পুলিশ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। তার শ্বশুরবাড়ির লোকজনের দাবি তিনি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এএজেড/এসএনআর/জিকেএস