তিস্তা নদীর ওপর সেতু নির্মাণের ব্যয় বাড়লো ৭২ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

গাইবান্ধা জেলার অন্তর্গত সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ওপর এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তৃতীয় সংশোধনে ৭২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৩২৫ টাকা ব্যয় বাড়িয়ে নতুন চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। এতে চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৪৪০ কোটি ২১ লাখ ৩৭ হাজার ২৩২ টাকা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন গাইবান্ধা জেলার অন্তর্গত সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর সড়কের সেতু (তৃতীয় সংশোধিত) প্যাকেজ নম্বর সুন্দরগঞ্জ কাজের সংশোধিত চুক্তিমূল্য (ভেরিয়েশন প্রস্তাব) অনুমোদন দেওয়া হয়েছে।

এখানে মূল চুক্তিমূল্য ছিল ৩৬৭ কোটি ৯৮ লাখ ১২ হাজার ৯০৬ টাকা। ভেরিয়েশন আসছে ৭২ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৩২৫ টাকা। সব মিলিয়ে সংশোধিত চুক্তিমূল্য হবে ৪৪০ কোটি ২১ লাখ ৩৭ হাজার ২৩২ টাকা। সুপারিশ করা দরদাতা চায়না স্টেটস কনস্ট্রাকশন ইন্জিনিয়ার করপোরেশন লিমিটেড।

তিনি জানান, বৈঠকে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন ২০১০ (সংশোধনী-২০২১)’ এর আওতায় সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড (এসওএসসিএল) দীর্ঘমেয়াদি ভিত্তিতে এলএনজি আমদানির লক্ষ্যে ড্রাফট এলএনজি এপিএ আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। টাকার পরিমাণ এখানে বলা যাবে না। চুক্তি কার্যকর হবে ২০২৬ এবং কার্যকর থাকবর ১৫ বছর।

এছাড়া বেসরকারি খাতে নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন ৯ নম্বর চল্লিশা ইউনিয়নের বিল সুলঙ্গী মৌজায় ৫০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। যেখানে ৫০ মেগাওয়াট নো ইলেক্ট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে ২০ বছর মেয়াদি হবে এ প্রকল্প। প্রতি কিলোওয়াটের দাম পড়বে ১০ টাকা। আর সুপারিশ করা দরদাতা হচ্ছে কনসোডিয়াম অব প্যারাগন বাংলাদেশ, রাইজেন এনার্জি ইউকে, হংকং, সেন্টার ফর রিনেবল এনার্জি সার্ভিস লিমিটেড বাংলাদেশ।

এমএএস/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।