টঙ্গী থানার সাবেক ওসির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

১৯ লাখ ৮ হাজার ১৭৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টঙ্গী থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) গাজী রুহুল ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বাদী হয়ে গাজীপুরের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসামির নামে বাগেরহাটে উত্তরাধিকারসূত্রে ১ একর জমি রয়েছে। ওই জমিতে তার মা ও ৩ ভাইয়েরও মালিকানা রয়েছে। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমির উপর পুরাতন ১ তলা দালানসহ বাগানবাড়ী রয়েছে। এছাড়া আসামি ৭ দলিলে মোট ৪৮ লাখ ৮১ হাজার ৫৬০ টাকার অস্থায়ী সম্পদ অর্জন করেছেন। সব মিলিয়ে আসামির নামে ৮১ লাখ ৬ হাজার ১০৭ টাকা মূল্যের স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

যার মধ্যে ১৯ লাখ ৮ হাজার ১৭৫ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে।

এসএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।