চট্টগ্রামে নির্মাণাধীন হিমাগারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০১ মার্চ ২০২৪
চট্টগ্রামে হিমাগারে আগুন

চট্টগ্রামের বাকলিয়ায় সৈয়দ শাহ রোডের চারতলা নির্মাণাধীন হিমাগারের (কোল্ড স্টোরেজ) আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক।

এর আগে শুক্রবার (১ মার্চ) সকাল ১১টার দিকে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ‘এস আলম কোম্পানির নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল সবজি, মাছ ও মাংসের নির্মাণাধীন হিমাগারে আগুন লাগে। ওখানে প্রচুর শুকনো কাঠ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগ্রাবাদ ও চন্দনপুরা ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ শুরু করে। বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

আরও পড়ুন>>> বেইলি রোডে আগুন/হাতে ঘড়ি দেখে মিনহাজের মরদেহ শনাক্ত করলো পরিবার

এদিকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

এএজেড/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।