চট্টগ্রাম বিমানবন্দরে সোয়া কেজি সোনাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০২ মার্চ ২০২৪

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি দুইশ গ্রাম সোনাসহ মো. মোরশেদ নামের এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম কাস্টমস।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এয়ার আরাব্যিয়ার “জি৯৫২৬” ফ্লাইটে আসা ওই যাত্রীর লাগেজ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দরে সোয়া কেজি সোনাসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরের দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মো. মোরশেদ নামের এক যাত্রীকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার লাগেজ স্ক্যানিং করে একটি হাই প্রেশার ওয়াশার মেশিনে সোনার উপস্থিতি পাওয়া যায়। এরপর মেশিনটি খুলে এর ভেতরের রোলারের মধ্যে বিশেষ কায়দায় রাখা সোনার পাত উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ২০০ গ্রাম। উদ্ধার সোনার বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এসআইটি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।