যুক্তরাজ্য সফরে ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ এএম, ০৩ মার্চ ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান সেমিনারে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য সফরে যাচ্ছেন।

তিনি যুক্তরাজ্যের লন্ডনে আগামী ৪ থেকে ৮ মার্চ ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল, কনসাল্টিং) কর্তৃক আয়োজিত সেমিনারে অংশ নেবেন।

শনিবার (২ মার্চ) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা করবেন ডিএমপি কমিশনার। সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে গত বছরের ২০ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়।

১৯৬৭ সালের ১ জানুযারি গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের আব্দুল আলী মোল্লা এবং মোসাম্মৎ রাবেয়া বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।