ঘুসের টাকাসহ গৃহায়নের প্রকৌশলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৪ মার্চ ২০২৪

ঘুসের নগদ দেড় লাখ টাকাসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোরশেদ আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৩ মার্চ) দিনাজপুরে তার নিজ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুদকের দিনাজপুর অফিসের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বাধীন একটি এনফোর্সমেন্ট টিম।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ মোরশেদ আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ সালের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। পরে আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এসময় মোরশেদ আলমের কাছ থেকে ঘুসের নগদ দেড় লাখ টাকাসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

জানা যায়, দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিরুদ্ধে রিভাইজড প্ল্যান অনুমোদন, খণ্ড জমি বরাদ্দ ও প্লটের বাণিজ্যিক অনুমোদনে ঘুস দাবির অভিযোগে দুদকের দিনাজপুর জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সংস্থাটির সহকারী পরিচালক মো. নূর আলম, মো. ইসমাইল হোসেন, মো. বুলবুল আহমেদ, উপ-সহকারী পরিচালক কামরুন্নাহার সরকার ও সাগর কুমার সাহা অংশ নেন।

অভিযান পরিচালনার সময় এনফোর্সমেন্ট টিম উপ-সহকারী প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ মোরশেদ আলম দুদকে অভিযোগকারীর কাছ থেকে ঘুস হিসেবে নেওয়া দেড় টাকাসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করেন। এগুলো যাচাই-বাছাই করে দুদক টিম নিশ্চিত হয়েছে যে, মুহাম্মদ মোরশেদ আলম সরকারি কর্মকর্তা হয়ে সেবাগ্রহিতার ফাইল আটকে ক্ষমতার অপব্যবহার করে ওই টাকা ঘুস হিসেবে নিয়েছেন।

এসএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।