ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ট্রাকচালকের ৪ দিন পর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ট্রাকচালক শ্রীবিনয় টিকগার (৪১) মারা গেছেন। চারদিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ৩১ মার্চ সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন শ্রীবিনয় টিকগার।

নিহতের ছেলে বিশাল বলেন, আমার বাবা ট্রাকে সিমেন্ট নিয়ে বাংলা হিলি যাচ্ছিলেন। পথে নারায়ণগঞ্জে কাঁচপুর ব্রিজের ঢালে এসে চা খাওয়ার জন্য তিনি ট্রাক থেকে নামেন।

ওই সময় ২-৩ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২৫ হাজার টাকা নিয়ে যায়। পরে তার সহকারী তরিকুল ইসলাম তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।