আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল-চাঁদাবাজি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারের মহেশখালী থেকে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।  

সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বড় মহেশখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, মহেশখালী থানার মোহরাকাটা গ্রামের দেরায়েত উল্লাহ বাদশা'র ছেলে ইমতিয়াজ ওয়াসিম ফিরোজ (২৪), ফকিরাকাটা গ্রামের নুরু হোসাইনের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (২৪) এবং বড়ঢেইল গ্রামের করম বকশুর ছেলে মো. সুমন (২৩)। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জমি দখল-চাঁদাবাজি, গ্রেফতার ৩

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বড় মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা হয়েছে। জমি দখল, রাহাজানি, চাঁদাবাজিতে এসব অস্ত্র ব্যবহার করতেন গ্রেফতার সন্ত্রাসীরা।

এমডিআইএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।