ঈদের ছুটিতে গিয়েছিলেন গ্রামে, ঘরের তালা ভেঙে সর্বস্ব চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
গ্রেফতার জাবেদ ও উদ্ধার টাকা-সোনার গয়না

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের তালা ভেঙে চুরির ঘটনায় মো. জাবেদ (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন।

গ্রেফতার জাবেদ পশ্চিম গোমদণ্ডী জমাদারহাট এলাকার মৃত নুরুল আবছার খানের ছেলে।

ওসি আছহাব উদ্দিন বলেন, গত ৯ এপ্রিল উপজেলার পশ্চিম গোমদণ্ডী খলিফা বাড়ির শারমিন আকতার পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে ঈদ উদযাপন করতে যান। এরপর ১৩ এপ্রিল বাসায় ফিরে দেখতে পান, বাসার তালা খোলা, ওয়ার্ডড্রোবে রাখা সোনার গয়না ও নগদ ৭০ হাজার টাকা নেই। এরপর তিনি থানায় অভিযোগ জানান।

পরবর্তীসময়ে ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে চোর শনাক্ত করা হয়। এরপর পশ্চিম গোমদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে জাবেদকে গ্রেফতার করে পুলিশ। জাবেদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া দুটি সোনার চেইন, তিনটি আংটি ও নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এ ঘটনায় ভিকটিম শারমিন আকতার বাদী হয়ে সোমবার থানায় মামলা করেন। ওই মামলায় জাবেদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পাশাপাশি অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি আছহাব উদ্দিন।

ইকবাল হোসেন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।