ইসি সচিব

নাটোরে প্রার্থী অপহরণ ফৌজদারি অপরাধ, ব্যবস্থা নেওয়া হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

নাটোরে উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক প্রার্থীকে অপহরণের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহাংগীর আলম। এর আগে নাটোরে জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করে মারধর করা হয়।

এ বিষয়ে ইসি সচিব বলেন, নাটোরের ঘটনাটি একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধের বিষয়ে ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করেছে। দুজনকে আটক করা হয়েছে। তাদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফৌজদারি অপরাধের বিষয়ে সম্পূর্ণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, সেখানে আইনগত বিষয়টি দেখতে হবে। যিনি মনোনয়নপত্র দাখিল করেছেন (লুৎফল), তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হলে তখন তিনি নির্বাচন কমিশনের আওতায় আসবেন। তারপর তার ওপর নির্বাচন কমিশনের নির্বাচনসংক্রান্ত আইনকানুন প্রতিফলিত হবে।

এমওএস/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।