দিনাজপুরে জমি নিয়ে বিরোধে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জেরে রাসেল রেজা বাবু (২৪) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ এপ্রিল) দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাসেল রেজা বালুয়াডাঙ্গা মহল্লার সাবেক পুলিশ কনস্টেবল বীরমুক্তিযোদ্ধা হাসান আলীর ছেলে।

পুলিশ জানায়, রাসেল রেজার সঙ্গে তার বড় ভাই মাসুদ নারার (৪০) জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে জমি নিয়ে পুনরায় বিরোধ শুরু হয়। একপর্যায়ে মাসুদ রানা, তার স্ত্রী রিমা বেগম, ছেলে ফারহান আলী কুড়াল দিয়ে রাসেল রেজার মাথায় ও পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান রাসেল রেজা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমদাদুল হক মিলন/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।