বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নে ৮৪ জনকে নিয়োগ দিয়েছে বিমান
![বিমানবন্দরে যাত্রীসেবা উন্নয়নে ৮৪ জনকে নিয়োগ দিয়েছে বিমান](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/biman-20240418192437.jpg)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবা উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিমানের প্রধান কার্যালয় বলাকায় ৮৪ জনের নিয়োগপত্র দেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহক সেবা) মো. মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে বিমানের পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার ক্রমাগত উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধিতে নতুন নিয়োগপ্রাপ্ত গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।
তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এমএমএ/এমএইচআর/জেআইএম