চট্টগ্রামে পানির রিজার্ভারে পড়ে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের কালুরঘাটে পানির আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে পড়ে মো. হাবিবুর রহমান নামে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর দুইটার দিকে কালুরঘাট ভারী শিল্প এলাকার কাদের ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম রিজার্ভার থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত হাবিবুর রহমান পটুয়াখালী জেলার মির্জাপুর থানার মাধবখালী গ্রামের বাসিন্দা।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটায় কালুরঘাট ভারী শিল্প এলাকার একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পানির রিজার্ভারে এক ব্যক্তি পড়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পানির রিজার্ভার থেকে কাদের ট্রেডিং নামের ওই প্রতিষ্ঠানের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর। পরে মরদেহ পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।
ইকবাল হোসেন/এমএইচআর/জিকেএস